‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের | মেডিক্যাল নিউজ

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপ কার্যক্রম বর্জন করেন।

#শিক্ষার্থী

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। এ সময় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন তারা।

সোমবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এই কর্মসূচি পালন করে।

এর আগে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হন। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন তারা। মানববন্ধন চলাকালে বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপ কার্যক্রম বর্জন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরাব গাজী, ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, পিবুল বিশ্বাস ও পিয়া হালদার।

বক্তারা বলেন, ‘আমাদের দুইটি সনদকে অবিলম্বে স্নাতক (পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে।’ পাশাপাশি তারা আগামীকাল ঢাকায় আয়োজিত মহাসমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী