ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিংয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই ‘, ‘আমার সোনার বাংলায়, নার্স কেন রাস্তায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ডিপ্লোমার জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
রোববার (৪ মে) বেলা ১১টায় ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা সদর হাসপাতালের ভেতর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি পাবলিক হেলথ মোড় হয়ে বড়পুল ঘুরে আনসার ক্যাম্প হয়ে হাসপাতালে এসে শেষ হয়।কর্মসূচিতে রাজবাড়ীর রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউট, ও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে, রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী রাতুল শেখ ও ১ম বর্ষের শিক্ষার্থী বিজয় বিশ্বাস, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সজিব মিয়া, অন্তু রায়, ২য় বর্ষের শিক্ষার্থী মামুন আলী ও ১ম বর্ষের শিক্ষার্থী রাহাতসহ অনেকেই বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা এইচএসসি পরীক্ষায় পাস করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি। ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টার্নি করতে হয়। তারপর আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা এইচএসসি সমমানের।আমরা এই বৈষম্য চাই না। আমরা ডিগ্রি সমমান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমরা গত দুই বছর ধরে যৌক্তিক এই আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকার ও বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।