ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চতুর্থ শ্রেণি কর্মচারীদের অংশগ্রহণে ‘নুরুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই টুর্নামেন্ট আয়োজন করে।
চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বিশেষ অতিথির বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রয়াত মো. নুরুল ইসলাম চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার স্মৃতি রক্ষার্থে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। কর্ণফুলী, সুরমা, যমুনা, তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, মেঘনা ও পদ্মা নামে ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী ম্যাচে তুরাগকে ৮ রানে হারিয়ে জয়লাভ করে কর্ণফুলী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।