অবৈধভাবে মাদ্রাসার অধ্যক্ষ পদে, ব্যাখ্যা চাইলো অধিদপ্তর | মাদরাসা নিউজ

অবৈধভাবে মাদ্রাসার অধ্যক্ষ পদে, ব্যাখ্যা চাইলো অধিদপ্তর

তিনি তথ্য গোপন করে প্রভাষক পদের ভুয়া নিয়োগপত্র দিয়ে অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অধিদপ্তরে এরকম একটি প্রতিবেদন প্রেরণ করা হয়।

#মাদরাসা #অধ্যক্ষ

আর্থিক অনিয়ম এবং তথ্য গোপন করে সম্পূর্ণ অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলা কাটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান হাওলাদার। মাদরাসা অধিদপ্তরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। অভিযোগের প্রেক্ষিতে লুৎফর রহমান হাওলাদারকে প্রয়োজনীয় কাগজপত্রসহ মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আরিফুর রহমান মজুমদারের কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাজেদুল হক স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনার তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, অধ্যক্ষ লুৎফর রহমান হাওলাদার মাদ্রাসায় অর্থিক অনিয়ম করেছেন। তিনি তথ্য গোপন করে প্রভাষক পদের ভুয়া নিয়োগপত্র দিয়ে অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ১৭ মার্চ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ মাদ্রাসা অধিদপ্তরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

#মাদরাসা #অধ্যক্ষ