আদালতের আদেশ থাকার পরও বরিশালের উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের মাঠ দখল করে মার্কেট নির্মাণ বন্ধে ব্যবস্থা না করায় উজিরপুর থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এক দেওয়ানী আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আদেশের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কলেজের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে নির্মাণ করা হচ্ছে মার্কেট। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের।
জানা গেছে, ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটির ১ একর ৬৯ শতক জমি রয়েছে। স্থানীয় প্রভাবশালী ইউসুফ মল্লিক দেওয়ানি মামলা করে কলেজের জমি দখলের চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেন। বর্তমানে মল্লিক পরিবার শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের মধ্যে জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। সূত্রে আরও জানা গেছে, কলেজের মূল ফটকের পাশে একটি টিনশেড ঘর ছিল। যেখানে ডিগ্রির পাঠদান চলত। হঠাৎ করে ওই জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ওই জমিতে টিনশেড ঘরে ২০০০ সাল থেকে ডিগ্রির ক্লাস চলত। ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে ইলিয়াস মল্লিক ও এখলাস মল্লিক ঘরটি দখলের পাঁয়তারা করেন।
অধ্যক্ষ আরও জানান, কলেজে প্রায় পাঁচশ’ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্মাণ কাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দখলদার এখলাস মল্লিক বলেন, আদালত স্থিতাবস্থা দিলেও শীতকালীন ছুটির মধ্যে আমি নির্মাণের বাকি কাজ সম্পন্ন করে ফেলব। তিনি আরও বলেন, এটা আমার বাবা ও দাদার সম্পত্তি। কলেজ কর্তৃপক্ষ যদি কাগজ দেখাতে পারেন, তবে সম্পত্তি ছেড়ে দেব।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা বলেন, কলেজের জমিতে যে স্থাপনা করা হচ্ছে, সেখানে আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।