মো. জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত
দুর্নীতি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ মোট ছয় জনের সদস্যপদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব। সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্লাবটি।
সদস্যপদ স্থগিত হওয়া বাকিরা হলেন, সাবেক সচিব এম এ কাদের, সাবেক দুদক কমিশনার মো. জহিরুল হক, সাবেক সিনিয়র সচিব ও পিএসসি সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার্স ক্লাবের এই ৬ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হল।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।