শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে পারলেই উন্নতি হবে | বিবিধ নিউজ

শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে পারলেই উন্নতি হবে

‘আমরা যদি শিক্ষায় দুনীতি বন্ধ করতে পারি, তাহলেই আমাদের যথাযথ উন্নতি হবে।’

#শিক্ষা #দুর্নীতি #আ ন ম এহছানুল হক মিলন

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘আমরা যদি শিক্ষায় দুনীতি বন্ধ করতে পারি, তাহলেই আমাদের যথাযথ উন্নতি হবে।’

শনিবার (১০ মে) কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘ভালো স্টাডি, কোয়ালিটি এডুকেশন, ভালো স্টুডেন্ট, ভালো টিচার- এসব সেক্টর যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে অন্য কোনো জায়গায় আমাদের কাজ করতে হবে না।’

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষা #দুর্নীতি #আ ন ম এহছানুল হক মিলন