ছবি : সংগৃহীত
ফের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা। ২৬ থেকে ২৯ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে জরিমানাসহ যশোর শিক্ষা বোর্ডের আগ্রহী পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।
সোমবার (২৬ মে) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৬ থেকে ২৯ মে পর্যন্ত বাড়ানো হলো এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় ১ জুন পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষার্থীদের ফরম পূরণ এবং ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে ফরম পূরণের আর কোনো সময় বাড়ানো বা অনুমতি দেয়া হবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।