হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আগামী ৫ জুলাই ওরিয়েন্টেশন আয়োজন করার কথা জানানো হয়েছিল।
ওরিয়েন্টেশন স্থগিত সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ওরিয়েন্টেশনের নতুন সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
এর আগের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে অডিটোরিয়াম-১ এ ওরিয়েন্টেশন চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, উক্ত শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আগামী ৭ জুলাই হতে রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ক্লাস রুটিন সংশ্লিষ্ট ডিন অফিসে পাওয়া যাবে।