প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনে ওরিয়েন্টেশন | বিশ্ববিদ্যালয় নিউজ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনে ওরিয়েন্টেশন

প্রথম সেমিস্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনারা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবার ও বিভিন্ন ঐতিহ্য থেকে একটা ছাতার নিচে অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছেন।

#প্রিমিয়ার ইউনিভার্সিটি #ওরিয়েন্টেশন

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৫০তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

বৃহস্পতিবার (২২ মে) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়ার কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সেইলস এন্ড মার্কেটিং মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথম সেমিস্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনারা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবার ও বিভিন্ন ঐতিহ্য থেকে একটা ছাতার নিচে অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছেন। আপনারা একদম নতুন। নতুনদের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকে না। সেজন্য সময়ের সাথে খুবই সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের বাস্তবভিত্তিক পরামর্শ দিচ্ছি, ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দিচ্ছি। আপনারা যদি পড়াশুনায় মনোযোগী না হন, তাহলে ব্যর্থতার গ্লানি আপনাদের পেয়ে বসতে পারে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, ভালো রেজাল্ট করতে হলে, শুধু মুখস্থ করলে হবে না, পড়ালেখা অনুধাবন করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে।

ওরিয়েন্টেশন স্পিকার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ছাত্রজীবনে যেমন চ্যালেঞ্জ থাকে, ছাত্রজীবনের পরেও বহুরকমের চ্যালেঞ্জ থাকে। ক্যারিয়ার গঠনের জন্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। না হয় পিছিয়ে পড়তে হবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর এম. মঈনুল হক বলেন, পেশাগত জীবনে উপযুক্ত হওয়ার জন্য আজকের বক্তাদের বক্তব্য নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বিভাগের ছয়জন শিক্ষক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পটভূমি, ইতিহাস, নিয়ম-কানুন, মিশন-ভিশন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাকার্যক্রম, ইথিক্যাল ইস্যু ও রুলস এন্ড রেগুলেশন প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এবং সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#প্রিমিয়ার ইউনিভার্সিটি #ওরিয়েন্টেশন