পাবনায় স্কুল চত্বর থেকে পেট্রোল বো*মা উদ্ধার, আহ*ত ১ | স্কুল নিউজ

পাবনায় স্কুল চত্বর থেকে পেট্রোল বো*মা উদ্ধার, আহ*ত ১

রাতে ওই স্কুল চত্বরে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে ওই স্থান থেকে ছয়টি তাজা ককটেল ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করে পুলিশ।

পাবনার সাঁথিয়ায় একটি স্কুল চত্বর থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাতে সাঁথিয়া উপজেলা সদরের শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে এগুলো উদ্ধার করা হয়।

এর আগে, ওই স্থানে ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে। তবে যুবকের আহত হওয়ার পেছনে কী কারণ ছিল, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

আহত নিকবার উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই স্কুল চত্বরে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে ওই স্থান থেকে ছয়টি তাজা ককটেল ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করে পুলিশ।

পরে ঘতনাস্থল পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানসহ প্রমুখ।