গবিতে গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী | বিশ্ববিদ্যালয় নিউজ

গবিতে গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী

‘গবিতে ‘ফিরে দেখা উত্তাল জুলাই’আমাদের বারবার মনে করিয়ে দেয় এই আন্দোলনের ভেতরে থাকা প্রতিটি শিক্ষার্থীর ভূমিকা। যারা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই নেমেছিলো রাস্তায় এক নতুন দিনের আকাঙ্ক্ষায়। তবে আশঙ্কা থেকে যায়, এই ঐতিহাসিক মনোবল যেনো কোনোদিন চেতনাবাজদের খেলনার পুতুল না হয়ে যায়।’

#গণ বিশ্ববিদ্যালয়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয়েছে ‘ফিরে দেখা উত্তাল জুলাই’ আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার (৮ জুলাই) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে প্রদর্শনী শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গবিসাসের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০২৪ খ্রিষ্টাব্দে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, সংবাদমাধ্যমের উল্লেখযোগ্য প্রতিবেদনের কাটিং, শিক্ষার্থীদের প্রতিবাদ, সাহস, সংগঠিত কণ্ঠ এবং আত্মত্যাগের বিস্ময়কর মুহূর্তগুলো।

ছবি প্রদর্শনী ঘুরে দেখে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মো. মেরাজ হোসেন বলেন, গবিতে ‘ফিরে দেখা উত্তাল জুলাই’আমাদের বারবার মনে করিয়ে দেয় এই আন্দোলনের ভেতরে থাকা প্রতিটি শিক্ষার্থীর ভূমিকা। যারা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই নেমেছিলো রাস্তায় এক নতুন দিনের আকাঙ্ক্ষায়। তবে আশঙ্কা থেকে যায়, এই ঐতিহাসিক মনোবল যেনো কোনোদিন চেতনাবাজদের খেলনার পুতুল না হয়ে যায়।

গবিতে গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী

গবিসাসের সাধারণ সম্পাদক ইভা আক্তার বলেন, ফিরে দেখা উত্তাল জুলাই আলোকচিত্র প্রদর্শনী গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করার সচেতন প্রয়াস। ৮ জুলাইয়ের ছাত্র-আন্দোলন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক জাগরণে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রদর্শনীর ছবি শিক্ষার্থীদের অতীত চেনাতে এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। নতুন প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই গবিসাস এই উদ্যোগ গ্রহণ করেছে।

প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গবিসাসের নিবেদিত সদস্যরা এবং শুভানুধ্যায়ী শিক্ষার্থীরা। ছবি ঘিরে আলোচনা, সংলাপ ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো আয়োজনস্থল। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#গণ বিশ্ববিদ্যালয়