ডিপ্লোমা মেডিক্যাল চিকিৎসক ও শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা | কারিগরি নিউজ

ডিপ্লোমা মেডিক্যাল চিকিৎসক ও শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা

ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা বলছেন, এক যুগের বেশি সময় ধরে চলা বৈষম্য দূর করতে হবে। একইসঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনায় ডিএমএফ ডিগ্রিধারীদের সংযোজন করতে হবে।

#কারিগরি #ডিপ্লোমা মেডিক্যাল #শিক্ষার্থী

ডিপ্লোমা চিকিৎসক পদ ঘোষণাসহ ৪ দাবিতে যমুনা অভিমুখে করা পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীরা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেয়ার জন্য এই পদযাত্রা শুরু করেছিলেন।

ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা বলছেন, এক যুগের বেশি সময় ধরে চলা বৈষম্য দূর করতে হবে। একইসঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনায় ডিএমএফ ডিগ্রিধারীদের সংযোজন করতে হবে।

রোববার দুপুর জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা করলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে আগামীকাল সোমবার ৪ সদস্যের প্রতিনিধিদলকে স্মারকলিপি দেয়ার জন্য যমুনায় নিয়ে যাবে বলে আশ্বাস দিন পুলিশের এক কর্মকর্তা।

এর আগে রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা মেডিক্যাল কেন্দ্রীয় পরিষদ, ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চার দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো- অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত না করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা। আমাদের পেশাগত পরিচয় সন্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি, হাইকোর্টের রায় বাস্তবায়ন না করা।

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে দুই অধিদপ্তরের ৩২০০ পদের ছাড়পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়ার পরেও, নিয়োগ না দিয়ে গ্রামীণ স্বাস্থ্য সেবা ধ্বংস করা। আন্তর্জাতিক মানদণ্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার বিষয়ে (বার বার স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর সিদ্ধান্ত নেওয়ার পরও যেমন- ব্যাচেলর অফ ক্লিনিক্যাল মেডিসিন এন্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট) উদ্যোগ গ্রহণ করার পর তা বাস্তাবায়ন না করা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#কারিগরি #ডিপ্লোমা মেডিক্যাল #শিক্ষার্থী