ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ ও সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই আন্দোলনে’ আহতরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনব্যাপী যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে এবার অবস্থান কর্মসূচি শিথিল করতে বাধ্য হয় আন্দোলনকারীরা।
রোববার (১১ মে) রাত ৯টার দিকে ব্যারিকেড তুলে নেয়া হয়। তবে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিকের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। এতে করে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে মোড়ের মাঝখানে আন্দোলনরতরা এখনও বসে আছেন এবং সরকারবিরোধী শ্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় আন্দোলন চলতে দেওয়া হয়েছে। আগামীকাল কর্মদিবস হওয়ায় সড়ক অবরোধ রাখা যাবে না। তাই ব্যারিকেড তুলে দেয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নেব।”
সাম্প্রতিক এই আন্দোলনের কারণে শাহবাগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।