ছবি : দৈনিক শিক্ষাডটকম
বরিশালে ৬ দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এ সময় শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এর আগে মিছিল নিয়ে তারা নথুল্লাবাদ পৌঁছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান করে।
ছবি : দৈনিক শিক্ষাডটকম
শিক্ষার্থীরা জানায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতির সিদ্ধান্ত হাইকোর্ট কর্তৃক বাতিল, উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ ৬ দফা দাবি জানানো হয়।