পলিটেকনিক শিক্ষার্থীদের বি*ক্ষোভ মিছিল | কারিগরি নিউজ

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এ মিছিল শুরু করেন।

#পলিটেকনিক ইনস্টিটিউট

ছয় দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার (২৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এ মিছিল শুরু করেন।

এ সময় তারা ছয় দাবি আদায়ে নানা শ্লোগান দেন।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা।

সেদিন রাতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন তারা।

পরদিন ২৩ এপ্রিল তারা আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করে ফের কর্মসূচি দেওয়ার কথা জানান।

মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

#পলিটেকনিক ইনস্টিটিউট