ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া | বিবিধ নিউজ

ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত শেফা দান করেন সে কামনা করা হয়।

#ছাত্র আন্দোলন

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মসজিদে মাগরিব নামাজের শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুফতি সাদিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, মুরাদনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোহাম্মদ মনসুর মিয়াসহ মসজিদে আগত মুসল্লিরা।

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত শেফা দান করেন সে কামনা করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছাত্র আন্দোলন