ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে রাণীশংকৈলে দোয়া | বিবিধ নিউজ

ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে রাণীশংকৈলে দোয়া

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।

#জুলাই আন্দোলন #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ জুলাই) ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সমন্বয় ও গণ অধিকার পরিষদে নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, প্রেস ক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির,জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখার ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মো.মোমিন হোসেন প্রমুখ।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে জুলাইয়ে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এবং অতিথি ও উপস্থিত সকলের মাঝে একটি করে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জুলাই আন্দোলন #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন