পিরোজপুরের কাউখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার শান্তি ও মুক্তি কামনায় শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আশ্রম প্রাঙ্গণে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী বিনয় কৃষ্ণ দাস, পরিকল্পনা গবেষণা সম্পাদক মানিক লাল কর, সাবেক সহ প্রকাশনা সম্পাদক শেখর হালদার, কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য রিপণ আইচ সহ আশ্রমের ভক্তবৃন্দ।