বিশ্ববিদ্যালয়গুলো যেখানে নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনে ব্যস্ত, সেখানে নিজ প্রতিষ্ঠানের গণ্ডি ছেড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষার সেমিনার আয়োজন করছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রোগ্রামিংয়ের ওপর বিশেষ সেমিনার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা অত্যাধুনিক টেকনোলজি সম্পর্কে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবহিত করেন এবং তাদের পরবর্তী শিক্ষাজীবনে প্রোগ্রামিং এবং এআইকে কীভাবে কাজে লাগানো যায়, সেই ব্যাপারে পরামর্শ দেন।
গত মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এআই ক্লাব এবং প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের সার্বিক দিকনির্দেশনা দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক জনাব নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই এবং প্রেসিডেন্ট ইউনিভার্সিটির সাবেক ডিন অধ্যাপক হাকিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী এমদাদুল করিমসহ অন্যন্য শিক্ষক-শিক্ষার্থীরা।
কম্পিউটার প্রোগ্রামিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনকে বদলে দিচ্ছে এবং কিশোর তরুণরা এখন থেকেই কীভাবে আগামী বিশ্বের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে- এটাই ছিলো সেমিনারের বিষয়বস্তু।
এছাড়াও একজন ভালো গবেষকের দৃষ্টিভঙ্গি কেমন থাকা উচিত, সেবিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি, শেখার আগ্রহ ও ব্যক্তিগত সীমাবদ্ধতা বিশ্লেষণ করে প্রতিটি শিক্ষার্থীর উপযোগী পাঠ্যসামগ্রী তৈরি করতে সক্ষম। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ গতিতে ও নিজের পছন্দমতো শেখার সুযোগ পাচ্ছেন।
তারা আরো বলেন, এআই টুলস যেমন চ্যাটজিপিটি, গ্রামারলি বা গুগল ট্রান্সলেট শিক্ষার্থীদের লেখা ও ভাষাগত দক্ষতা উন্নত করতে সাহায্য করছে। এছাড়া পরীক্ষার প্রস্তুতিতে এআই ভিত্তিক কুইজ, ফ্ল্যাশকার্ড এবং মকটেস্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। শিক্ষকরা ক্লাস পরিকল্পনায় এআইয়ের সাহায্যে সময় সাশ্রয় করতে এবং শিক্ষার্থীদের অগ্রগতি সহজে মূল্যায়ন করতে পারছেন। অবাধ তথ্যপ্রবাহের এই যুগে নতুন প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। সুতরাং শিক্ষার্থীদের প্রতিদিনের সাধারণ পাঠের পাশাপাশি নতুন গবেষণা, প্রযুক্তির ট্রেন্ড সম্পর্কেও জানা উচিত। টেকনোলজি সম্পর্কিত ব্লগ, নিউজ ও জার্নাল পড়ার অভ্যাস করা উচিত।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের প্রধান এবং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) ডিরেক্টর প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম জানান, ভবিষ্যতে ঢাকার ভেতরে ও বাইরে অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির, যাতে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনগোষ্ঠী গঠনে বিশ্ববিদ্যালয়গুলো অবদান রাখতে পারে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।