পিরোজপুরের কাউখালী ইউনিয়নের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। জরাজীর্ণ স্কুল ভবনের ছাদের পলেস্তারা প্রায়ই খসে পড়ছে। এতে আতঙ্কে দিন পার করছেন শিক্ষার্থীরা।
১৯৮৫ খ্রিষ্টাব্দে স্থাপিত উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক প্রাথমিক শ্রেণিতে ২৫ জন, প্রথম শ্রেণিতে ২০ জন, দ্বিতীয় শ্রেণিতে ২২ জন, তৃতীয় শ্রেণিতে ৩৩ জন, চতুর্থ শ্রেণিতে ৩১ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৭ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা জানান, অফিস কক্ষসহ প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ খুবই ঝুঁকির ভেতরে রয়েছে। মাঝে মাঝে পলেস্তারাখসে পড়ছে। আমার কাঁধের পাশে দুইবার পলেস্তারা ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে ভবন মেরামত দরকার। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর দায়ভার তখন কে নেবে?
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভবনের ব্যাপারে অবহিত করা হয়েছে। আশা করি অবিলম্বেই ভবন সমস্যা দূর হবে।