নোয়াখালীতে বন্যার আশঙ্কায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ, মাধ্যমিকের পরীক্ষা স্থগিত | স্কুল নিউজ

নোয়াখালীতে বন্যার আশঙ্কায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ, মাধ্যমিকের পরীক্ষা স্থগিত

বন্যা কবলিত এলাকার এসব প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকেই বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানান জেলা প্রশাসক।

#স্কুল #প্রাথমিক বিদ্যালয় #পরীক্ষা স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলাবদ্ধতার কারণে নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠাদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চার উপজেলার মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদ বুধবার বিকালে বলেন, বুধবার এমনিতেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ গেছে। জরুরি পরিস্থিতির কারণে বৃহস্পতিবারও পাঠদার বন্ধ থাকবে। শুক্র ও শনিবার সরকারি বন্ধ আছে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্যা কবলিত এলাকার এসব প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকেই বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানান জেলা প্রশাসক।

অপর দিকে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বুধ ও বৃহস্পতিবারের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর।

তিনি বলেন, “দুই দিন ধরে নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে জেলা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের সড়কগুলো ডুবে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #প্রাথমিক বিদ্যালয় #পরীক্ষা স্থগিত