বেসরকারি স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা | এমপিও নিউজ

বেসরকারি স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা

‘সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

#স্কুল #এমপিও #উৎসব ভাতা #কলেজ #কর্মচারী

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। আগামীকাল বুধবার (২৮ মে) সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তারা। ২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই উৎসব ভাতা বৈষম্যের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ২৮ মে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। ২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি। এমপিও ভুক্ত সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

এর আগে গতকাল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েচিলো সংগঠনটি। আসন্ন পবিত্র ঈদুউল-আজহার আগে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলে সমগ্র বাংলাদেশের এমপিওভুক্ত কর্মচারীরা কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছিলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #এমপিও #উৎসব ভাতা #কলেজ #কর্মচারী