১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ | বিশ্ববিদ্যালয় নিউজ

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’

১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

#বেসরকারি বিশ্ববিদ্যালয় #ছাত্রদল #প্রতিরোধ দিবস #সংস্কৃতি উপদেষ্টা #শিক্ষার্থী

১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৫ জুলাই) সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে এ-সংক্রান্ত একটি বৈঠকও হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী প্রতিনিধি।

বৈঠক শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু বলেন, গত বছরে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে ত্রাণকর্তা হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিল। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদমুক্ত করতে আন্দোলন করেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ‘প্রাইভেট ঐক্য’ ব্যানার করা হয়েছে সেখানে ২১টি রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন রয়েছে। এই ‘প্রাইভেট ঐক্য’ আগামী ১৮ জুলাই একটি মেঘা প্রোগ্রাম করবে। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ, স্বীকৃতিও থাকবে।

অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধি জানান, গত বছরের ১৮ জুলাই না থাকলে গণ অভ্যুত্থ্যান সফল হতো না। প্রাইভেট ইউনিভার্সিটি কী করেছে সেটি জিইয়ে রাখতে ১৮ জুলাই চোখ রাখতে হবে হাতিরঝিলে। এতে সরকার থেকে আমাদের সহযোগিতা করা হবে।

ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি আশরাফুল ইসলাম জায়েদ বলেন, ‘জুলাইয়ের যে বিপ্লব হয়েছে তা ১৮ জুলাই না থাকলে ৫ আগস্ট আসত না। এই মিটিংয়ে আমরা আশ্বস্ত হয়েছি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বেসরকারি বিশ্ববিদ্যালয় #ছাত্রদল #প্রতিরোধ দিবস #সংস্কৃতি উপদেষ্টা #শিক্ষার্থী