বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উচ্চতর গ্রেড (৫ম) দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য সহকারী অধ্যাপক পদে ১০ বছর পূর্ণ হওয়াদের তথ্য আহ্বান করা হয়েছে। এসব শিক্ষকদের ৩০ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে।
রোববার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫-এর অনুচ্ছেদ ৭ (১) অনুযায়ী কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেকে একই পদে ১০ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে ১১তম বৎসরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন। এর আলোকে যেসব কর্মকর্তা সহকারী অধ্যাপক পদে ১০ বৎসর চাকরিকাল পূর্তিতে উচ্চতর (৫ম) গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছেন, সে সব কর্মকর্তাকে উল্লিখিত ‘ছকে’ তথ্য আগামী ৩০ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পত্র গ্রহণ শাখায় (১৩০ নম্বর কক্ষ) আবেদন জমাদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যেসব তথ্য দিতে হবে- নাম, আইডি, পদবি, বিষয়’কর্মস্থল চাকরিতে প্রথম যোগদানের তারিখ, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও যোগদানের তারিখ, চাকরিকাল ১০ বছর পূর্তিতে ৫ম গ্রেড পাওয়ার তারিখ। এ ছাড়াও যে সব কাগজ জমা দিতে হবে তা হলো-) সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদন, অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে ১ম যোগদানের আর্টিক্যাল-৪৭, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ, নিয়মিতকরণের আদেশ (প্রযোজ্য ক্ষেত্রে), পদোন্নতির প্রজ্ঞাপন, পদোন্নতি পাওয়া পদে যোগদানের আর্টিক্যাল-৪৭।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।