ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আইইউবিতে যোগদানের আগে ড. লুন্ড উজবেকিস্তানের তাশখন্দে ব্রিটিশ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও এক্সিকিউটিভ এডুকেশন বিভাগের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে উদ্যোক্তা ও নেতৃত্ব বিষয়ে ডক্টর অফ এডুকেশন (এডডি) ডিগ্রি সম্পন্ন করছেন।
এর আগে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও বৈচিত্র্য ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি, কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির শুলিক স্কুল অব বিজনেস থেকে এমবিএ এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে দর্শন ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পাশাপাশি, ড. লুন্ড ডিউক ইউনিভার্সিটির ফুকোয়া স্কুল অব বিজনেস, হার্ভার্ড বিজনেস স্কুল এবং এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে শিক্ষাদান ও নেতৃত্ববিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
উচ্চশিক্ষায় নেতৃত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ব্যবস্থাপনা, প্রবাসী শিক্ষকদের অভিযোজন ও মানবসম্পদ কৌশল নিয়ে গবেষণায় আগ্রহী ড. লুন্ড আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি, তিনি পিয়ার-রিভিউড জার্নালে নিয়মিত প্রবন্ধ প্রকাশ করে আসছেন এবং একাধিক গ্রন্থে অধ্যায় রচনা করেছেন।
তিনি বর্তমানে এমআইটির স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের আন্তর্জাতিক ফেলো এবং অ্যাকাডেমি অব ম্যানেজমেন্টের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।