আবারো ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস | কলেজ নিউজ

আবারো ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস

অধ্যাপক এ কে এম ইলিয়াস তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সকল সুবিধা স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

#ঢাকা কলেজ #কলেজ #সাত কলেজ

অধ্যাপক এ কে এম ইলিয়াসঅধ্যাপক এ কে এম ইলিয়াস

পরিস্থিতি সামাল দিতে দক্ষতা দেখানোয় ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে পুনরায় কলেজটির অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক এ কে এম ইলিয়াস তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সকল সুবিধা স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো

মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBEকরতে ক্লিক করুন।

#ঢাকা কলেজ #কলেজ #সাত কলেজ