ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি অধ্যাপক কবির | বিশ্ববিদ্যালয় নিউজ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি অধ্যাপক কবির

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. আর. কবিরকে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে কয়েকটি শর্তে নিয়োগ দেয়া করা হলো।

#ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি #উপাচার্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন অধ্যাপক ড. এম. আর. কবির। তিনি একই বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

মঙ্গরবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. আর. কবিরকে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে কয়েকটি শর্তে নিয়োগ দেয়া করা হলো।

শর্তগুলো হলো- ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত বেতনভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি #উপাচার্য