জাবির ভাসানী হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবির ভাসানী হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান

প্রভোস্টের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাকে ১৬ এপ্রিলে থেকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব দেয়া হলো।

অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। ছবি : দৈনিক শিক্ষাডটকমঅধ্যাপক ড. মো. কামরুজ্জামান। ছবি : দৈনিক শিক্ষাডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিনুর রহমান খান পদত্যাগ করেছেন। ওই হলের নতুন প্রাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুর রহমান খান ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রভোস্টের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাকে ১৬ এপ্রিলে থেকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব দেয়া হলো।

এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধা ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে নিয়োগ বাতিল করা যাবে।

এর আগে হলের সকল কর্মচারীর কাজের তদারকিতে অবহেলা ও হলের নোংরা পরিবেশে নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া, রিডিং রুম সংস্কারের দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের কক্ষ সংস্কারে অনীহা ও দীর্ঘসূত্রতা, ডাইনিংয়ের খাবারের মান নিয়ন্ত্রণের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা।