জাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক মাহফুজুর রহমান | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক মাহফুজুর রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ‘বাংলাদেশ হায়ার এডুকেশন ডেলিগেশনস ভিজিট’ কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চায়নাতে অবস্থান করবেন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের চীন সফরে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

রোববার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের (রেজিস্ট্রার) ভারপ্রাপ্ত এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ‘বাংলাদেশ হায়ার এডুকেশন ডেলিগেশনস ভিজিট’ কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চায়নাতে অবস্থান করবেন।

এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।‎

‎উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের সফরে গতকাল রোববার সকালে চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে যাত্রা করেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #উপাচার্য