ববির রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক মুহসিন | বিশ্ববিদ্যালয় নিউজ

ববির রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক মুহসিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে নির্ধারিত শর্তে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #রেজিস্ট্রার #অধ্যাপক

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ছবি : সংগৃহীতঅধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

বুধবার (২১ মে) তাকে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে নির্ধারিত শর্তে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।

শর্তগুলো হলো: তার এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮ হাজার টাকা দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #রেজিস্ট্রার #অধ্যাপক