জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘দু হাজার চব্বিশের গণঅভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার’।
বৃহস্পতিবার ( ৮ মে ) বিশ্ববিদ্যালয়ের ওযেবসাইটে প্রকাশিত এক বিজ্ঞতিতে এসব তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দ (১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) জাতীয় কবি কাজী নজরুল ইসরামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ৬টা ১৫ মিনিট থেকে কর্মসূচি শুরু হবে।
সকাল সাড়ে ছয়টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ঢাবি উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা একত্রে কবির সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়াও কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের চেয়ারম্যানের পরিচালনায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হবে।
স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।