বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৩ হাজার ৭৬১টি নতুন পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় এই পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের পেশ ইমামের একটি পদের বেতন স্কেল ১৪তম থেকে ১০ম গ্রেড এবং মুয়াজ্জিনের একটি পদের বেতন স্কেল ২০তম থেকে ১৭তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তা ছাড়া আলোচ্যসূচিতে অনুমোদনের জন্য অন্য প্রস্তাবে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১-এর প্রকাশিত গেজেটের করণিক ভুল সংশোধন এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ২০২৪ অনুমোদনের প্রস্তাব দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলা কৃষি অফিসের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে তিনটি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে অন্য ছয়টি পদ, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের অনুকূলে প্রথম পর্যায়ে ৩ হাজার ৬৬টি, দ্বিতীয় পর্যায়ে ২৩৮টি এবং তৃতীয় পর্যায়ে ২৯৩টি পদ রাজস্ব খাতে (৩৭৩টি ক্যাডার পদ স্থায়ী এবং অন্যান্য ৩২২৫টি পদ অস্থায়ী) সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তা ছাড়া বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) পরিচালকের (কর্নেল/ইসিআর) তিনটি পদবি পরিচালক (ব্রিগেডিয়ার জেনারেল/ইসিআর) পদে উন্নীত করা ও উপপরিচালক (কর্নেল) পদের একটি এবং সামরিক ও বেসামরিক পদে মোট ২ হাজার ১২৭টি পদের সাংগঠনিক কাঠামোর ভূতাপেক্ষ অনুমোদন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৪৫টি পদ ও জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের বাণিজ্যিক উইংয়ে ড্রাইভার-কাম-মেসেঞ্জার (স্থানীয় ভিত্তিক) একটি পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে।সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বাছাই করা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের আগেই কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫৫টি পদ সৃজন করার প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।