জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

#শিক্ষার্থী #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #বিক্ষোভ #গাছ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য অন্তত অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।

সোমাবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনের গাছগুলো কাটা শুরু হয়। গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানান।

শিক্ষার্থীরা জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সামনে ভেকু দিয়ে গাছ উপড়ে ফেলতে শুরু করেন কিছু লোকজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিছু জানে না বলে জানা গেছে।

বিকেলে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে গাছ উপড়ে ফেলার স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে গাছ কাটার প্রতিবাদ জানানো হয়।

#শিক্ষার্থী #জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #বিক্ষোভ #গাছ