সারাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং, মোরাল পুলিশিং এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুরে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল ও সমাবেশ করার মাধ্যমে পালিত হয় এই কর্মসূচি।
মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য র্যাপিস্ট, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস, শ্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, ধর্ষণের ঘটনা ঘটলে তা ভাইরাল না হওয়া পর্যন্ত সরকার বিচারের পদক্ষেপ নেয় না।
এক শিক্ষার্থী বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ধর্ষক নামক কীটদের অতিদ্রুত বিচারের আওতায় আনা হোক। নিরাপদ সমাজ গড়া হোক। সংস্কার করতে হলে আগে জুডিসিয়ারি সিস্টেমে সংস্কার করতে হবে।