ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে এ মিছিল শুরু হয়। পরে তারা অপারজয় বাংলার পাদদেশে সমাবেশ করেনে।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ১২ দিন অতিবাহিত হওয়ার পরও ন্যায় বিচার নিশ্চতকরণে গাফিলতি পরিলক্ষিত হওয়ায় এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামির অনতিবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ আমরা প্রতিবাদ সমাবেশ করছি। একই সঙ্গে আমরা বিক্ষোভ মিছিল করছি।
এর আগে গতকাল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ঐক্যের পক্ষ থেকেও সাম্য হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।