হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

'আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবার চাই', 'আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'হাসনাত ভাই আহত কেন, ইন্টেরিম জবার দে',

#ইসলামী বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবার চাই', 'আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'হাসনাত ভাই আহত কেন, ইন্টেরিম জবার দে', 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো-মোর', 'আমাদের সংগ্রাম, চলছেই চলবে', 'বাঁশের লাঠি তৈরি কর, আওয়ামী লীগ বিদায় কর', 'হৈ-হৈ রৈ-রৈ আওয়ামী লীগ গেলি কই'সহ বিভিন্ন শ্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যক্তি টার্গেট করে হামলা করছে। আমাদের একমাত্র দাবি হাসিনার নেতৃত্বে যে লীগ হত্যাযজ্ঞ করেছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

ইন্টেরিম সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার ও নিষিদ্ধ করা। আমার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল নিজেদের স্বার্থে চুপ রয়েছে। আমাদের সবাইকে মিলে জুলাইকে বাঁচাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তীব্র আন্দোলনে যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা প্রথমেই জুলাই আন্দোলনের কাণ্ডারী হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

ইন্টেরিম সরকার দায়িত্বগ্রহণের প্রায় বছর হয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। আমরা যখন সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি থেকে সরে আসছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠলেই হিংসা হয়।

আমরা মনে করছি ওই সব দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না, কারণ তাহলে হয়তো তাদের ভোট কমে যাবে। স্বৈরাচার আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার বিচার হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের সর্বোচ্চ দিয়ে এই দাবি বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনায় একটি দল বৈষম্যবিরোধীদের নিয়ে যে বিবৃতি দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই।

তারা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এমন বিবৃতি দিয়েছে। আমরা এ বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের সকল জায়গা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগকে বিতারিত করতে হবে।

আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #হাসনাত আবদুল্লাহ