প্রশাসনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাকসুর তফসিল ঘোষণা না করায় এবং অতিসত্ত্বর জাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘অছাত্রদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘অছাত্রদের কালো হাত ভেঙে দাও’, ‘আজকেই তফসিল ঘোষণা করো, করতে হবে’, ‘জাকসু চাই, জাকসু চাই’সহ বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের মতো একক আধিপত্য ধরে রাখতেই ছাত্রদলের অছাত্ররা জাকসু বানচালের চেষ্টা চালাচ্ছে। যার ফলে জাকসু রোডম্যাপ ঘোষণার পরপরই প্রশাসনকে চাপ প্রয়োগসহ নানা ধরনের কর্মতৎপরতা পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরাই রাজনীতি করবে। কেউ জাকসু বানচালের ষড়যন্ত্র করলে ছাত্রলীগের মতোই শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’
এসময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলী বলেন, জাকসু বানচালের জন্য অছাত্ররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। অছাত্রদের সাহস কিভাবে হয় একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এসে অবরোধ করে রাখার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জুজুর ভয় দেখাচ্ছে, জাকসু চাইলে নাকি লাশ পড়বে। অছাত্রদের ভয়ে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনি পদ থেকে সরে দাড়ান।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ। ছাত্রদের অধিকার আদায়ের জায়গায় অছাত্ররা এসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, অবিলম্বে জাকসুর তফসিল ঘোষণা না হলে শিক্ষার্থীরা যেকোনো রক্তচক্ষু প্রতিরোধে আবার রাস্তায় নেমে আসবে।’