ছবি : দৈনিক শিক্ষাডটকম
মাস্টারপ্ল্যান দৃশ্যমান না করেই এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গ করে চল্লিশের বেশি গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।
মঙ্গলবার (১জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সরকারের কারণ দর্শানোর নোটিশ উপেক্ষা করে প্রায় অর্ধ শতাধিক গাছ কেন কাটা হলো তার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে, আগামী ২ দিনের মধ্যে মাস্টারপ্ল্যানের দরপত্র আহ্বান করতে হবে, পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান না হওয়া অব্দি নতুন কোন ভবনের কাজ শুরু করা যাবে না, অধিকতর উন্নয়ন প্রকল্পের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রান-প্রকৃতির যে ক্ষতিসাধন হয়েছে তা পুনরুদ্ধার করার জরুরি উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে। এর মধ্যেই পরিবেশবিজ্ঞান বিভাগের সামনে গাছ উপড়ে ফেলা হয়েছে। এটা প্রজেক্টের পিডি জানেন না, উপাচার্যও জানেন না। আমরা আসলে জানতে চাই, এই গাছগুলো কে কাটলো কার হুকুম নিয়ে কাটা হলো যদি উপাচার্য প্রশাসনিক ব্যবস্থা না নেন, তাহলে আমরা মামলা করবো।
জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের কর্মী নুরে আলম স্রোত বলেন, ক্যাম্পাসের আসার পর থেকে একই দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভবন নির্মাণের জন্য গাছ কেটে আসছে। বর্তমান ভিসি কামরুল আগের উপাচার্য নূরুলের আমলে গাছ কেটে আইবিএ ভবন নির্মাণের সময় বলেন এই ক্যাম্পাসে যদি পাতা নড়ে সেটাও ভিসি জানে কিন্তু তার আমলে ৪০টির বেশি গাছ কাটা হয়। আমরা এর জবাব চাই।
উল্লেখ্য, গতকাল সোমবার ভোরের দিকে ৪০টিরও বেশি গাছ কাটা হয় গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ভবন নির্মাণের জন্য।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।