প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ঘোষণা অনুযায়ী বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপে বিচার সেবা নিশ্চিতে অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে চৌকি আদালতগুলোতে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ৭১টি ডেস্কটপ কম্পিউটার পাঠানো হয়েছে। চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য এ কম্পিউটার পাঠানো হয়। এর আগে গত বছরের ১১ আগস্টের পর থেকে জেলা আদালতগুলোতে মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার পাঠানো হয়েছে। এ ছাড়াও ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ল্যাপটপ পাঠানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গম এলাকায় অবস্থিত চৌকি আদালতগুলোতে বিচারপ্রার্থীদের কাঙ্খিত বিচার সেবা নিশ্চিতকরণে চৌকি আদালতগুলোতে সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ডেস্কটপ কম্পিউটার সরবরাহের জন্য নির্দেশ দেয়া হয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পক্ষ থেকে।
তার নির্দেশনার আলোকে ২ জুলাই দেশের ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার পাঠানো হয়েছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে চৌকি আদালতগুলোতে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালতি হয়ে থাকে। আদালতগুলোতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা কর্মরত আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরবরাহ করা এই কম্পিউটারগুলো চৌকি আদালতগুলোতে কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ খ্রিষ্টাব্দে ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর হতে দেশের আদালতগুলোতে বিচার কাজ গতিশীল করার জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের পক্ষ হতে জেলা আদালতগুলোতে মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার পাঠানো হয়েছে। একসঙ্গে দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ল্যাপটপ কম্পিউটার পাঠানো হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।