ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ সম্বোধনের নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশিকা বাতিল করা হয়। বৈঠকে মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনকালে, একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যাতে সরকারী কর্মকর্তাসহ অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করতে হয়। উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশটি বাতিল করেছে। উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে।
এতে আরো বলা হয়, প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন পর্যালোচনার জন্য জ্বালানি, সড়ক ও রেলওয়ে এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে উপদেষ্টা পরিষদের সামনে প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।