বিক্ষোভের ডাক পিএসসি সংস্কার আন্দোলনের | বিসিএস নিউজ

বিক্ষোভের ডাক পিএসসি সংস্কার আন্দোলনের

বিন ইয়ামিন বলেন, আমরা ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। আজকে সংবাদ সম্মেলন আলটিমেটামের আপডেট এবং আগামীকালের কর্মসূচি জানালাম। আমাদের অনশনরত অবস্থায় পিএসসি থেকে একজন কর্মকর্তা আশ্বাস দেয় [inside-ad-2]একটু নতুন কমিশন করার কিন্তু তা তারা করেননি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেছি-এর মধ্যেই ৪৪তম বিসিএসের ভাইভা ডেট দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

#বিসিএস #পিএসসি

বিক্ষোভের ডাক পিএসসি সংস্কার আন্দোলনেরবিক্ষোভের ডাক পিএসসি সংস্কার আন্দোলনের

সাত দিনের আলটিমেটাম শেষে বিক্ষোভের ডাক দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলনের নেতারা। তারা বলেন, আমারা মূলত অনশন, আন্দোলন করেছিলাম প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং যারা প্রশ্ন কিনে তাদের বিরুদ্ধে। আমাদের দুইটি সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের দাবি না মানায় আগামীকাল বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কার আন্দোলনের নেতারা।

সংস্কার আন্দোলনের নেতা সিরাজুল ইসলাম বলেন, আমার মূলত অনশন আন্দোলন করেছিলাম প্রশ্নফাঁসের বিরূদ্ধে এবং যারা প্রশ্ন কিনে তাদের বিরুদ্ধে। আমাদের দুইটি সিন্ডিকেটের বিরূদ্ধে।

বিন ইয়ামিন বলেন, আমরা ৭ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। আজকে সংবাদ সম্মেলন আলটিমেটামের আপডেট এবং আগামীকালের কর্মসূচি জানালাম। আমাদের অনশনরত অবস্থায় পিএসসি থেকে একজন কর্মকর্তা আশ্বাস দেয়

একটু নতুন কমিশন করার কিন্তু তা তারা করেননি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেছি-এর মধ্যেই ৪৪তম বিসিএসের ভাইভা ডেট দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

নোতারা আরো বলেন, আমাদের দাবি ছিলো প্রিলিমিনারী মার্কস প্রকাশ করতে হবে। প্রাক ভেরিফিকেশন সরকারের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে যা করতে হবে সুস্পষ্টভাবে করতে হবে।

আমাদের প্রত্যাশা ছিলো বিসিএসকে দলীয় প্রভাবমুক্ত করা। ৮ দাবির এই আইনগুলো অতিদ্রুত সংশোধন করতে হবে কেনো কালবিলম্ব করছেন। সরকার থেকে কেনো বলা হয় ৪৭তম বিসিএসের পরে সংশোধন করে হবে?

প্রশ্নফাঁস এবং নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট এখনো আছে সেই সিন্ডিকেটকে ভাঙার আন্দোলন হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলন। ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনো দলীয়করণের সুযোগ যেনো না থাকে।

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে পিএসসি সংস্কারের ৮ দাবি বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি করা হবে। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের নিজ প্রতিষ্ঠানে এই কর্মসূচি করার জন্য আহ্বান জানাচ্ছি।

#বিসিএস #পিএসসি