প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণপ্রাপ্তরা শিক্ষক পদে সরাসরি নিয়োগের দাবি জানিয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে কাজে না লাগিয়ে অদক্ষ জনবল নিয়োগ দিয়ে শিশু শিক্ষাকে পর্যুদস্ত করে ফেলেছে। এইচএসসি সহকারী শিক্ষক ও গ্র্যাজুয়েট অনার্স ও মাস্টার্স প্রশিক্ষণপ্রাপ্তদের সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া যৌক্তিক প্রত্যাশা বলে দাবি করেন তারা।
বুধবার এ দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিত পিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের সমিতির নেতারা।
এ সময় সময় উপস্থিতি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল, গোলাম মোস্তফা, আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য মো. সোহেল।
স্মারকলিপিতে বলা হয়, সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলের হতভাগা নিয়োগ বঞ্চিত পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বৈষম্য দূরকরণের স্বপ্ন নিয়ে অগণিত শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি। ফ্যাসিস্ট সরকার প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে কাজে না লাগিয়ে অদক্ষ জনবল নিয়োগ দিয়ে শিশু শিক্ষাকে পর্যুদস্ত করে ফেলেছে। বিগত সরকার প্রশিক্ষণবিহীন জনবলকে ৪ বছরের মধ্যে সিইনএড প্রশিক্ষণ গ্রহণের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। প্রশিক্ষণ হলো শিক্ষকতা পেশা স্থায়ী হওয়ার একমাত্র শর্ত। দীর্ঘসময় শিশু শিক্ষার্থী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
তাই এইচএসসি সহকারী শিক্ষক ও গ্র্যাজুয়েট অনার্স ও মাস্টার্স প্রশিক্ষণপ্রাপ্ত উত্তীর্ণদের সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া যৌক্তিক প্রত্যাশা।
নিয়োগ বঞ্চিত প্রায় দুই হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্যতা সম্পন্ন জনবলকে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দানে দীর্ঘ এক যুগের বঞ্চনা থেকে মুক্ত করার সবিনয় আবেদন জানাচ্ছি।