ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যেকোন ধর্মের ব্যাপারে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
আরো বলা হয়, এমতাবস্থায় ধর্ম অবমাননার সাথে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে। অতএব সংশ্লিষ্ট সকলকে উক্ত বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হলো।