সাহিত্যের আরবি কী এবং সাহিত্য কাকে বলে? হাদিস কাকে বলে এবং কত প্রকার ও কী কী? তাওহীদ শব্দের অর্থ কী? এমনই আরো অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন এনটিআরসিএর ভাইভার ১২৬তম দিনে প্রভাষক পদপ্রার্থীরা। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের নবম ধাপের ভাইভার ৪র্থ দিন ছিলো বুধবার। এদিন প্রভাষক পদের আরবি বিষয়ের ভাইভা বোর্ড ফেস করে আসা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন সানজিদা কাকন ও সাবরিনা আফরিন।
মো. ফেরদৌস আলম, গাইবান্ধা
প্রথমে জানতে চাইলেন আমি মাস্টার্স করেছি কি না। এরপর মাস্টার্সের আরবি জানতে চাইলেন। সাহিত্যের আরবি কী এবং সাহিত্য কাকে বলে? জাহেলি যুগের কয়েকজন সাহিত্যিকের নাম বলতে বললেন। হাদিস কাকে বলে এবং কত প্রকার ও কী কী? সবশেষে জিজ্ঞেস করলেন, ‘আমি এখান থেকে ঢাকায় যাব’ এর আরবি ট্রান্সলেশন।
মো. ইমরান হোসাইন, কুমিল্লা
তাফসীর শব্দের অর্থ কী? তাওহীদ শব্দের অর্থ কী? তাফসীরে মাযহারীর লেখক কে ছিলেন? সূরা ফাতিহায় "আলহামদুলিল্লাহ" শব্দের অর্থ কী? ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে ভিডিয়ো প্রচারের জন্য।
মো. রাইয়ান হোসাইন, কুমিল্লা
প্রথমে জানতে চাইলেন, আমি অনার্স-মাস্টার্স নাকি ফাজিল-কামিল করেছি। এরপর আমাকে কয়েকটি তাফসীর বলতে বললেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তাফসির করতে বলেছেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে ভিডিও প্রচারের জন্য।
মো. হাবিবুল্লাহ, কুমিল্লা
অনার্স-মাস্টার্স করেছি নাকি ফাজিল-কামিল করেছি জানতে চাইলেন। জাহেলি যুগ সম্পর্কে প্রশ্ন করেছেন। উমাইয়া যুগের একজন কবির নাম বলতে বললেন।
মো. নূর আলম সিদ্দিকী, চাঁদপুর
অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন করেছেন। এরপর কোরআন তেলাওয়াত করতে বলেছেন। এরপর আমাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শায়তন শব্দের তাহক্কীক্ করতে বলেছেন।
মো. হাবিবুর রহমান, নোয়াখালী
আমার কাছে জানতে চেয়েছেন, ওহী কিভাবে নাযিল হয়? একটি কালিমা বলে সেটির তারকিব জিজ্ঞেস করেছেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।
মো. তাজুল ইসলাম, ফরিদপুর
একটি হাদিসের আয়াত বলতে বলেছেন। এরপর কবিতা অংশ থেকে একটি কবিতা বলতে বললেন। রাসূলুল্লাহ (সা.) কে মানুষ ব্যতীত নূর হিসেবে কল্পনা করা যাবে কিনা?
মো. নাজমুল ইসলাম, ময়মনসিংহ
কোরআনের একটি আয়াত জিজ্ঞেস করেছেন। এরপর, একটি তরজমা করতে বললেন। আমি ঢাকায় আসলাম এর ইংরেজি ট্রান্সলেশন করতে বলেছেন। বোর্ড আমাকে খুব কম সময় রেখেছে। নিয়মিত ভিডিও প্রচারের জন্য দৈনিক শিক্ষাডটকমকে ধন্যবাদ।
মো. আল-আমিন, নরসিংদী
সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার? এরপর জিজ্ঞেস করেছেন হরফে নিদা কয়টি ও কী কী? মাখরাজ ও কলকলার হরফ কয়টি তা জানতে চেয়েছেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।
মো. মাহফুযুল বারী, কুমিল্লা
একটি হাদিসের এবারত করতে দিয়েছেন। ওহী কিভাবে নাযিল হয়? হাদিস সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন।
ভাইভার এদিনে মোট দশটি বোর্ডে দুই ব্যাচে অংশ নেন আরবি প্রভাষক পদের চাকরিপ্রার্থীরা। প্রথম ব্যাচের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় ব্যাচের পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়।
গত বুধবার আরবি বিষয়ে যথাক্রমে ৪২৯০০৫১৬২ থেকে ৪২৯০০৮৪০৪ রোল নম্বরধারীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। এ দিনে মোট ৬০০ জন প্রার্থীর ভাইভা নেয়া হয়।
আজ বৃহস্পতিবার আরবি বিষয়ের ৪২৯০০৮৪০৭থেকে, ৪২৯০১১০৩৭ রোল নম্বরধারীদের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হবে। এই ধাপের ভাইভা শেষ হবে আগামী ২৯ মে।