ছবি : সংগৃহীত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত কবিগুরুর ১৬৪তম ও বিদ্রোহী কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ক্যাম্পাসে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও নবীনবরণ সামার-২০২৫ অনুষ্ঠান শেষ হয়। বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিলো প্রবন্ধ প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তার মূল্যবান আলোচনা উপস্থিত দর্শকদেরকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো আয়োজিত প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব। এতে শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্মের প্রতি তাদের ভালোবাসা ও প্রতিভা প্রদর্শন করে। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদেরকে বই ও সনদ বিতরণ করা হয়।
এই সফল আয়োজন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফল। এছাড়াও, কমিউনিকেশন, আইটি ও অ্যাডমিন বিভাগ, ইউল্যাব কালচার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব শাটারবাগস এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।