পাকিস্তানের দাবি করেছে তাদের সামরিক বাহিনী ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে—যার মধ্যে রয়েছে ভারতের বহুল আলোচিত তিনটি রাফাল জেট।
রোববার (১১ মে) ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন।
দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে (কম্ব্যাট সিচুয়েশনে) আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনও কম্ব্যাটেরই অংশ। আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত, তা হল আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি?
সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো বিরাট হ্যাঁ – আর তার পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই রয়েছে!
তিনি আরও বলেন, এখন যদি (অপারেশনের) ডিটেলের কথা বলেন, কী ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু খুইয়েছি কি না – এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না।
তার কারণ হল আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনও মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে। ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনও অ্যাডভান্টেজ দিতে চাই না!
আমি শুধু এটুকুই বলব যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন, বলেন তিনি।
প্রসঙ্গত, পাকিস্তান এর আগে দাবি করেছিল তিনটি রাফাল-সহ তারা ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও সেটার স্বপক্ষে কোনও ছবি বা ভিডিও পেশ করা হয়নি।ভারতের পাঞ্জাবে ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, একাধিক ভিডিও অথেন্টিকেট করে বিবিসি ভেরিফাই সেটারও প্রমাণ পেয়েছে।