রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা | বিশ্ববিদ্যালয় নিউজ

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হচ্ছে।

#বিশ্ববিদ্যালয় #পরীক্ষা #শিক্ষার্থী #ভর্তি #রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হচ্ছে।বিইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়, ‘বিইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের শূন্য দশমিক ২০ করে নম্বর কাটা হবে, অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

রাবি উপাচার্য অধ্যাপক . সালেহ্ হাসান নকীব বলেন, আগামী ১২, ১৯ ২৬ এপ্রিল যথাক্রমেবি’, ‘এবংসিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী অভিভাবকদের কথা বিবেচনা করে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা রংপুরে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষায় নিরাপত্তায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট রেঞ্জার গাইড নিয়োজিত থাকবে। ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ, বিষয় হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ থেকে দেখা যাবে।

#বিশ্ববিদ্যালয় #পরীক্ষা #শিক্ষার্থী #ভর্তি #রাজশাহী বিশ্ববিদ্যালয়