জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকা কয়েকটি নিউজ পোর্টালের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (১০ মার্চ) রাতে তার আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ডেইলি ক্যাম্পাস, ঢাকা পোস্ট ইত্যাদির মতো কিছু এলোমেলো পোর্টালে আমাকে নিয়ে এবং আমাদের কাজ নিয়ে কিছু তথ্য, কিছু অর্ধসত্য আর কিছু মিথ্যা মিশিয়ে উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট প্রচার করেছে।
এছাড়া এনসিটিবির মধ্যকার কাজ না জানা দুয়েকটা গরু-গাধাও তাদের সাথে যোগ দিলো। দেশে-বিদেশে কিছু মানুষ ফেসবুক-ইউটিউবে আন্দাজে কথা বলতে লাগলো। কিন্তু আমার মনে হয়েছিল এগুলো পোর্টাল-চ্যানেল-সেলিব্রেটিরা যেহেতু ভিউ বিজনেস করে, মানুষ এগুলো ততটা বিশ্বাস করবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম বিপুল সংখ্যক মানুষ, যারা আমাকে চেনে না জানে না, তারা বিশ্বাস করছে।
এমনকি, তাদের সাথে যোগ দিয়েছে এমন অনেকে যাদের সাথে একত্রে রাজপথে ছিলাম শুধু না, তাদের অনেকের বিপদে সর্বোচ্চ করার চেষ্টা করেছি, জেলখানায় গিয়ে খাবার-টাকা পৌঁছে দিয়েছি পর্যন্ত তারও।
রাখাল রাহা আরো লিখেছেন, গত বছরের নভেম্বরের শেষের দিকে আমি শিক্ষা উপদেষ্টাকে বললাম যে, আমার কাজ তো শেষ, আমি ডিসেম্বরের এক তারিখে নিজের কাজে ফিরে যেতে চাই। তিনি বললেন, তুমি আরো কিছুদিন থাকো। কারণ এলোমেলো হতে পারে। এবং সত্যিসত্যিই দেখলাম, অনেকগুলো সেনসিটিভ বিষয়ে এলোমেলো হলো, বা করা হলো। নিশ্চিত যে আমি না থাকলে সেগুলো নিয়ে ভয়ঙ্কর রকম বিতর্ক হতে পারতো, এমনকি বই বাতিল করতেও হতে পারতো।