রাকসু নির্বাচন: রোডম্যাপ বাস্তবায়নে ঢিমেতাল | বিশ্ববিদ্যালয় নিউজ

রাকসু নির্বাচন: রোডম্যাপ বাস্তবায়নে ঢিমেতাল

নির্ধারিত সময়মতো কাজ না হওয়ায় জুন মাসে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রসংগঠনের নেতারা।

#নির্বাচন #রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে না, যার ফলে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৩ এপ্রিল চূড়ান্ত বিধিমালা ও আচরণবিধি, ১৫ এপ্রিল গঠিত নির্বাচন কমিশনের সভা হওয়ার কথা ছিলো। অপরদিকে ২৯ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব স্বীকার করেছেন যে নির্ধারিত সময়সূচি অনুসরণ করা যায়নি। তবে তিনি শিগগিরই চূড়ান্ত বিধিমালা ও ভোটার তালিকা একসঙ্গে প্রকাশের আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, যেখানে এপ্রিল থেকে জুন পর্যন্ত বিভিন্ন ধাপে কার্যক্রম পরিচালনার সময়সীমা নির্ধারিত ছিল। নির্ধারিত সময়মতো কাজ না হওয়ায় জুন মাসে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রসংগঠনের নেতারা।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া প্রশাসনের সদিচ্ছার অভাবের অভিযোগ এনেছেন। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের ও মাহমুদুল মিঠু প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেহেদী সজীব অভিযোগ করেছেন, কিছু কর্মকর্তার অনীহার কারণেই কাজ থেমে আছে।

এদিকে নির্বাচন কমিশনের সদস্য মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কোনো সভা ডাকেননি, ফলে কার্যক্রম শুরু করা যায়নি। তিনি বলেন, উপাচার্যের ঘোষিত রোডম্যাপ অনুমোদিত বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেটির পুনর্মূল্যায়ন প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন জানিয়েছেন, তিনি নির্বাচন সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে শুনেছেন, তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে দেখেননি। তিনি বিধিমালা অনুযায়ী নির্বাচন পরিচালনার আশ্বাস দিয়েছেন।

#নির্বাচন #রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাবি